খালি পায়ে অনেক টা পথ হেটেছিল ক্লান্ত রাতের তারা…
ভেবেছিল দেখা হবে মৃত স্বপ্নের সাথে
‘স্বপ্নের’ লাশ থেকে এখনো উষ্ণতা উঁকি মারে
টুকরো চাঁদ এর মতো
বিশাক্ত মন ধাক্কা খায়ে পচতে থাকা মেরুদন্ড
তারাদের পায়ে ফুটছে শুধু রোজনামচার খামখেয়াল
সূর্য কেও আটকে রাখে ডিপ্রেসনের চার দেওয়াল
ছন্দ মিলিয়ে ছন্দ পতন
রেখে গেল কত ইতস্তত মন,
শুধু স্বপ্নের গন্ধ নেবে বলে
জামা কাপড় ফেলে উন্মাদ হয়ে ছোটে
খালি পায়ে তারাদের শব্দ শুনবে বলে
ফুলের বাক্স ছেড়ে সুরের কান্না ফোটে
আধো ঘুমেই ছুঁয়ে যায় স্বপ্ন বুকের আগল
জাগতে থাকতে, শিয়রে শুধু হাহাকার নিয়ে
অন্য জাতের পাগল…
Osadharon!
LikeLike
Thanks a lot!
LikeLike