কত দিন পর তোমার সাথে দেখা,
কত দিন পর দেখার সাথে তুমি,
কত অপেক্ষা তোমার চোখের আড়ালে,
কত অপেক্ষা আড়ালের চোখে তুমি,
কত শব্দ এমনি মিথ্যে সাজানো,
কত শব্দ সাজানো এমনি মিথ্যে,
কত পথ ঘুরে ঘুরে শুধু কাটানো,
কত কাটানো, সময়ের পথ ঘুরে ঘুরে,
কত কথা বলার মাঝে অদ্ভুত নৈঃশব্দ্য,
কত নৈঃশব্দ্য অদ্ভুত কথা বলে,
এত প্রলোভন থেকেও লিখছি না আমি কিছুই,
এত আবেগ জড়িয়ে যাচ্ছে একে অপরের সাথে,
সময় মোহনা ভাসিয়ে দিচ্ছে জন্ম – জন্মান্তর
চোখের আদরে যে নেশা আছে,
ধীরে ধীরে নিভে যাবে সে, আসবে যত কাছে,
এত অসীম দিগন্ত থেকেও যাচ্ছি না আমি কোথাও,
এত কাছে আসার আয়োজন তবু দূরেই আছি ভালো,
স্বপ্নের বুকে স্পষ্ট হচ্ছে তোমার চোখের রূপান্তর,
কত না-হওয়া রঙ মেখে আজ তোমার ভালোবাসা ডেকেছে,
কত ডাকার পথে ভালোবাসা আজ অভিমানী রঙ মেখেছে..